Picture Credit: Atiqul Islam Verified Facebook Page

স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলামসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন মেয়র আতিক।

৫৯ বছর বয়সী আতিক বলেন, ফুসফুসে ‘মৃদু’ সংক্রমণ দেখা দেওয়ায় হাসপাতালে এসেছেন তিনি। “অক্সিজেন সেচুরেশনও কিছুটা কম। এটা যেহেতু সরকারি হাসপাতাল এ কারণে স্ত্রীকে নিয়ে এখানেই ভর্তি হয়েছি। সবার দোয়া চাইছি।”

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, মেয়র আতিক ও তার স্ত্রীকে কেবিনে ভর্তি করা হয়েছে।

“উনারা মাত্র এসেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর বলা যাবে সংক্রমণ কোন পর্যায়ে আছে।”

গেল সোমবার সকালে মেয়র আতিক সস্ত্রীক করোনা পজিটিভ আসার খবর পাওয়া যায়। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু মঙ্গলবার বিকালে হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here