ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন (হেলাল)-কে প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন মোট এক লাখ পাঁচ হাজার পাঁচ শ’ ২১ ভোট এবং বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম রেজু পেয়েছেন চার হাজার ছয় শ’ পাঁচ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম রুবেল পেয়েছেন এক হাজার আট শ’ ১৬ ভোট।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। এ আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হয়।

এদিকে ভোট চলাকালীন শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ বিএনপি’র প্রার্থী রেজাউল ইসলাম রেজু শেখ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়।

অন্যদিকে ঢাকা-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে কাজী মনিরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট। তার নিকততম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সালাহ উদ্দিন পেয়েছেন দুই হাজার ৯২৬ ভোট।

এছাড়া লাঙ্গল প্রতীকে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মীর আব্দুস সবুর ৪১৩, আম প্রতীকে এনপিপির আরিফুর রহমান সুমন মাস্টার ১১১ এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ৪৯ ভোট পেয়েছেন।

আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here