চড়া দামের মধ্যে বাজারে নতুন আলু উঠলেও আপাতত দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ক্রেতারা। বরং তিনগুণ বেশি দামে কেজিতে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু।

শুক্রবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার, শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার, রামপুরা কাঁচাবাচারসহ অধিকাংশ খুচরা বাজারে পুরাতন আলুর পাশাপাশি বিক্রেতাদের দোকানে নতুন আলু দেখা যায়।

দাম বেশি হওয়ায় অল্প করে নতুন আলু রাখছেন সবজি বিক্রেতারা। দামের কারণে কোনো কোনো ক্রেতা এক বা আধা কেজি পরিমাণ করে নতুন আলু নিচ্ছেন।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার বলেন, পুরাতন আলু ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এটাই মূলত ক্রেতারা নিচ্ছেন। একদিন আগে তিনি দোকানে ১০ কেজি নতুন আলু তুলেছেন, এর মধ্যে অর্ধেক বিক্রি হয়েছে।

বাজারে সবজি কিনতে এসে সাব্বির হোসেন জানান, এই দাম দিয়ে আমাদের মত মধ্যবিত্ত আয়ের মানুষের পক্ষে সম্ভব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here