রাতের আধাঁরে আয়োজন চলছিলো বাল্যবিয়ের। খবর পেয়ে রাতেই বরের বাড়িতে হাজির হন ইউএনও। আর ইউএনও’র উপস্থিতি বুঝতে পেরে বাসর ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় নবদম্পতি। একই সঙ্গে পালিয়ে যায় বিয়ে বাড়ির লোকজন।

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে।

শনিবার রাত সাড়ে ৮টায় ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান চালান গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন।

ইউএনও তমাল হোসেন বলেন, মামুদপুর গ্রামের তছের সরকারের ছেলে এনামুল সরকারের (২৫) সঙ্গে দুধগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে নুপুর খাতুনের (১৫) বিয়ে দেয়া হয়েছে শুক্রবার। শনিবার রাতে গোপনে চলছিল তাদের বউ ভাতের অনুষ্ঠান। এমন সংবাদ পেয়ে বর এনামুল সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিয়ে বাড়ির লোকজন আমাদের উপস্থিতি বুঝতে পেরে বর-কনেসহ সকলেই দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয় বাড়ি ফিরলে তাদের ইউএনও অফিসে হাজির করার। তারা হাজির হওয়ার পর উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here