dr. Dipu Moni

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ আবুল খায়ের জানান, রবিবার (৬ ডিসেম্বর) রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। আইইডিসিআর মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। রবিবার (৬ ডিসেম্বর) রাতে তার পজিটিভ রিপোর্ট আসে।

বর্তমানে শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। কয়েকদিন আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও করোনায় আক্রান্ত হন। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে সংসদ সদস্য হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here