পুরান ঢাকার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম ও তার স্ত্রী প্রয়াত গুলশান আরা বেগমের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখার পাশাপাশি এ নির্দেশনাও দেওয়া হয়। এ-সংক্রান্ত এক আপিলের শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বলেন, হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা মারা যাওয়ায় তার সাজা বাতিল করা হয়েছে। তবে গুলশান আরার নামে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে থাকা ৮৬টি প্লট বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে দিতে বলেছেন আদালত। এ ছাড়া এ মামলার সঙ্গে সম্পৃক্ত হাজী সেলিমের সব সম্পদও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তিনি বলেন, হাইকোর্ট তার রায়ে বলেছেন, এসব সম্পত্তির যদি কোনো বৈধতা না থাকে তাহলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। আর যদি থাকে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে উত্তরাধিকার আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here