moudud-ahmed

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আজ মঙ্গলবার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৬ টা ৩০ মিনিটে মারা গেছেন।(ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)

হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য ৮০ বছর বয়সী বিএনপি নেতা গত ২ ফেব্রুয়ারি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস তোহের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর, রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে অসুস্থ হয়ে পড়া ৮০ বছর বয়সী বিএনপি নেতা মওদুদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ জানুয়ারি বিএনপির এ নেতার হার্টে স্থায়ী পেসমেকার বসানো হয়।

বর্ষীয়ান এই নেতা ১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। পরে ১৯৮৫ সালে জাতীয় পার্টিতে যোগ দেন এবং সামরিক শাসক এইচএম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে মওদুদ আবার ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দেন এবং ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার স্ত্রী হাসনা মওদুদ পল্লী কবি জসিমউদ্দিনের মেয়ে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here