khaleda zia

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সংবাদ মাধ্যমকে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়ার বিষয়টি নিচ্চিত করেছেন ।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে কয়েকটি পরীক্ষা করাতে গুলশানের বাসা থেকে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

এরআগে খালেদা জিয়ার বিষয়ে শুক্রবার (৩০ এপ্রিল) তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়ার কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১০ এপ্রিল খালেদা জিয়ারখালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করলে আবারো ফল পজিটিভ আসে। পরে গত মঙ্গলবার রাতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here