bangladesh governmnet

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বেড়েছে আরও সাত দিন। অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন বহাল থাকবে। তবে কিছু ব্যাপারে এবার শিথিলতা আনা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে। তবে এসব ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক গ্রাহক নিয়ে কাজ করতে হবে।

এসব শর্ত উল্লেখ করে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে সময়ে বিধিনিষেধের শর্তেও নানান পরিবর্তন আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here