bangladesh-government

৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে দেশে সরকারি চাকরিতে। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে রয়েছে প্রায় দুই লাখ শূন্য পদ। আর প্রশাসনে বর্তমানে মোট কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন ১৫ লাখ চার হাজার ৯১৩ জন।

সরকারি চাকরিজীবীদের তথ্যসংক্রান্ত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস, ২০২০’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির পদ ৪৬ হাজার ৬০৩টি, দ্বিতীয় শ্রেণির পদ ৩৯ হাজার ২৮টি, তৃতীয় শ্রেণির পদ ১ লাখ ৯৫ হাজার ৯০২টি এবং চতুর্থ শ্রেণির পদ ৯৯ হাজার ৪২২টি।

এতে বলা হয়েছে, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮ জন। এর মধ্যে কর্মরত ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ১৪ হাজার ৪১২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here