corona-vaccine
Photo: Collected

মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজারের আরো ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ দেশে আসছে। কোভ্যাক্সের আওতায় টিকাগুলো বাংলাদেশকে উপহার দেওয়া হচ্ছে।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানের মাধ্যমে ফাইজারের এই ১০ লাখ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে জানা গেছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

গত ২৩ আগস্ট দুপুরে মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজার টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যাক্সিনের অংশ হিসেবে ৩০ আগস্ট সন্ধ্যায় ১০ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে আসবে। পরবর্তীতে ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাক্সিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে।

এদিকে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে গত ২৮ আগস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here