ফেরি চালানোর সময় স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘অত্যন্ত মনোযোগ দিয়ে ফেরি চালাতে হবে। তাহলে ফেরিতে কোনও দুর্ঘটনা ঘটবে না।’

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরি নাবিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাটুরিয়া ফেরিঘাটে অবস্থিত পদ্মা রিভারভিউ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে কয়েক দফায় পদ্মা সেতুর পিলার ও স্প্যানে ফেরির ধাক্কা লাগার ঘটনাকে গুরুত্ব দিয়ে তাজুল ইসলাম আরও বলেন, ‘নাবিকরা যদি আরও দক্ষ হতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। তাই সব ফেরি নাবিক, সুকানি, মাস্টারকে নিয়ম-নীতি মেনে চলতে হবে।’

এ কর্মশালায় ফেরির নাবিক, ইঞ্জিন মাস্টার, সুকানিসহ মোট ২৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here