তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস একদিনের পরিবর্তে এখন সপ্তাহে দুই দিন হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নতুন রুটিন শনিবার থেকে কার্যকর হবে বলে বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা সই করা অফিস আদেশে বলা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস একদিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়।

এ বিষয়ে মনীষ চাকমা বলেন, নতুন রুটিন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন হবে। আগে তা একদিন ছিল। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের কাছে রুটিন এরই মধ্যে পাঠানো হয়েছে।

নতুন রুটিনে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন প্রথম শিফটে ক্লাস শুরু হবে সকাল পৌনে ১০টায়। তিনটি বিষয়ে ৪৫ মিনিট করে পাঠদান চলবে। শেষ হবে ১২টা ০৫ মিনিটে।

তবে শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে শ্রেণিকক্ষে ঢুকতে হবে।

দ্বিতীয় শিফটে ক্লাস শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে, যা শেষ হবে বেলা ৩টা ৪৫ মিনিটে। তবে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে।

নতুন রুটি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া, মঙ্গলবার প্রথম শ্রেণি ও সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিনই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here