আজ রবিবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি পটুয়াখালীতে পায়রা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘পায়রা সেতু’র উদ্বোধন করেন।

ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীর ওপর নির্মাণ করা হয়েছে এই সেতু। আশা কর হচ্ছে, এই সেতু দিয়ে বরিশাল থেকে কুয়াকাটা যেতে সময় লাগবে মাত্র ৩-৪ ঘণ্টা। আগে লাগত ৬-৮ ঘণ্টা।

পায়রা সেতু চালু হওয়ায় বরিশাল থেকে কুয়াকাটা যেতে আর ফেরির দুর্ভোগ পোহাতে হবে না। এরআগে বরিশাল থেকে মহাসড়ক পথে কুয়াকাটা পৌঁছাতে হলে ৬টি স্থানে ফেরি পার হতে হতো।

চার লেনের এই পায়রা সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার, প্রস্থ ১৯ দশমিক ৭৬ মিটার। জলতল থেকে সেতুটি ১৮ দশমিক ৩০ মিটার উঁচু।

উল্লেখ্য, পায়রা সেতুর নির্মাণ প্রকল্প ২০১২ সালে একনেকে অনুমোদন পায়। ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here