ডিজেল ও কেরোসিনের প্রতিলিটার ১৫ টাকা বাড়ায় ঢাকা মহানগরের চলাচলকারী ও দূরপাল্লার বাসের যাত্রী ভাড়া বেড়েছে প্রায় সাড়ে ২৬ শতাংশ।

এছাড়া লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। লঞ্চে প্রতি কিলোমিটার ৬০ পয়সা বেড়েছে। আগের ভাড়ার চেয়ে ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। একইসঙ্গে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বর্তমানে ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৩০ পয়সা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here