sitakundi fire
Photo: Collected

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় শতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট ।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে । পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওই কনটেইনার ডিপোতে একটি ক্যামিক্যাল বোঝাই কনটেইনারে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে।

আগুনের বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।

এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও আশেপাশের ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে আগুনে দগ্ধ অন্তত ২০ জনকে ঢামেকের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here