ভারতে বিটিভির সম্প্রচার শুরু হয়েছে

207
BTV-transmission-in-India

ভারতের রাষ্ট্রায়ত্ত চ্যানেল দূরদর্শনের ডিরেক্ট ট্যু হোম (ডিটিএইচ) প্ল্যাটফর্ম ডিডি ফ্রি ডিশের মাধ্যমে আজ দেশটিতে বিটিভির সম্প্রচার কার্যক্রম শুরু হয়েছে ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার বিকেলে ঢাকায় রামপুরাস্থ বিটিভির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতে বিটিভির সম্প্রচার উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, এই প্রথমবারের মতো বিটিভি ভারতে এর অনুষ্ঠান সম্প্রচার এবং একই সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত দূরদর্শন বাংলাদেশে এর অনুষ্ঠান সম্প্রচারের সুযোগ পেলো।

আজ ভারতীয় সময় সকাল ৯টা এবং বাংলাদেশ সময় সাড়ে ৯টায় ভারতে বিটিভির সম্প্রচার শুরু হয় এবং এর ফলে ভারতের সকল মানুষ ২৪ ঘণ্টা বিটিভি দেখতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তির মাধ্যমে সেখানে বিটিভি সম্প্রচারের যৌথ ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে এ বছর ৭ মে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি ওয়ার্কিং চুক্তি সম্পাদিত হয়।

তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খারে একটি ভিডিও বার্তা প্রেরণ করেন। বিটিভি দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here