প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন।

শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। আর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এরপর শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে যেভাবে জানা যাবে ফল: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। এছাড়াও মোবাইল অ্যাপ থেকে জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) এই ঠিকানায়।

এক নজরে জেএসসি ফলাফল:
http://www.educationboardresults.gov.bd

JSC Result SMS Format:
JSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year and then send to 16222
For Example: JSC DHA 178348 2019 and then send to 16222

JDC Result SMS Format:
For Example: JDC MAD 456789 2019 and then send to 16222

পিইএসি ফলাফল:
www.dpe.gov.bd or
http://dperesult.teletalk.com.bd/dpe.php

PSC Result SMS Format:
DPE <Space> Thana / Upazilla Code <Space> Roll Number <Space> 2019 and Send to 16222
Ex: DPE 15343 14356 2019 and Send this Message To 16222 Number
PSC Result by SMS With Students ID
DPE <Space) Student ID and Send To 16222
Ex: DPE 1765487673 and Send To 16222 Number.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here