বাংলাদেশ ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কে‌ন্দ্রে আয়ো‌জিত অনুষ্ঠা‌নে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী‌েকে ই-পাস‌পোর্ট হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে বিশ্বে বাংলাদেশ পাসপোর্টের গ্রহণযোগ্যতা এবং দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এছাড়া বিদেশে বাংলাদেশিরা এবং বাংলাদেশে বিদেশিরা হয়রানির শিকার হবে না। তাছাড়া পাসপোর্ট পেতে আগের মতো কেউ ধোকায় পড়বে না।

ই-পাস‌পো‌র্টের প্রকল্প প‌রিচালক ব্রিগেডিয়ার জেনা‌রেল সাইদুর রহমান খান অনুষ্ঠানে এক‌টি তথ্যচিত্র উপস্থাপন ক‌রেন।

ইমি‌গ্রেশন ও পাস‌পোর্ট অধিদফতরের মহাপ‌রিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ স্বাগত বক্তব্য দেন।

‌‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা আওয়ামী লীগ সরকারের প্রধান অঙ্গীকার। সে লক্ষ্য নি‌য়েই এগিয়ে যাচ্ছে দেশ। এবার আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ই-পাসপোর্ট চালুর ম‌ধ্যে দি‌য়ে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চালু হলো ই-পাসপোর্ট। এর মধ্য দিয়ে বিশ্বে ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here