কাল থেকে চালু হচ্ছে জামালপুর এক্সপ্রেস

ঢাকা-জামালপুর-ঢাকা (ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব) রুটে আগামীকাল রোববার থেকে চালু হচ্ছে নতুন ট্রেন জামালপুর এক্সপ্রেস। কাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সর মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী আন্তঃনগর এ ট্রেনের উদ্বোধন করবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল সাড়ে ১০টায় এবং জামালপুর পৌঁছাবে বিকেল ৪টা ৫ মিনিটে। অপরদিকে জামালপুর থেকে ছাড়বে বিকেল পৌনে ছয়টায় এবং ঢাকা পৌঁছাবে রাত সাড়ে ১১টায়। এসময় ট্রেনটি বিরতি নেবে বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, অ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি ও সরিষাবাড়ি স্টেশনে।

এছাড়াও, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের রেক নতুন কোচ দ্বারা প্রতিস্থাপন, পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ঢালারচর এক্সপ্রেস নামে ঢালারচর পর্যন্ত বর্ধিতকরণ এবং ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সেবা রাজবাড়ী এক্সপ্রেস নামে ভাঙ্গা পর্যন্ত বর্ধিতকরণেরও উদ্বোধন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here