air pollution

আবরো বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ার এ তথ্য জানিয়েছে।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন ও পাকিস্তানের লাহোর। সকাল থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বায়ুমান ৪০৮ স্কোর। একই সঙ্গে বায়ু দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে।

তথ্য মতে, ঢাকার বায়ুতে সবচেয়ে ক্ষতিকর অতিসূক্ষ্ম ধূলিকণা PM2.5 এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৩৪২.২ মাইক্রোগ্রাম। এ পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, ঘরের জানালা বন্ধ রাখা, সাইকেল বা মোটরসাইকেল না চালানোর পরামর্শ গবেষকদের। বের হলেও মাস্ক ব্যবহার করার পরামর্শ তাদের।

গত বুধবার (২২ জানুয়ারি) সকালে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ঢাকা। ওইদিন ঢাকার স্কোর ছিল ২৪১। ফলে শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here