মধ্য ফাগুনে এসে বৃষ্টিতে ভিজল রাজধানীবাসী। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও এই অল্প সময়েই ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ নগরবাসী।
ভোর থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে থাকে। সাড়ে সাতটার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। সেই সঙ্গে পড়তে থাকে বৃষ্টি। এতে স্কুলগামী শিক্ষার্থী ও যারা অফিস করার জন্য ঘর থেকে আগেই বের হয়েছিলেন তারা পড়েন ভোগান্তিতে। অনেকে রাস্তার পাশের দোকানের ছাউনির নিচে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেন।
এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।