গভীর রাতে বাসায় গিয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে আটকের পর ডিসি অফিসে মোবাইল কোর্ট বসিয়ে কারাদণ্ড দেয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৫ মার্চ, রবিবার সচিবালয়ে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তে কুড়িগ্রামের জেল প্রশাসকের বিষয়ে বেশ অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।। জেলা প্রশাসক রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। চূড়ান্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিস্তারিত পর্যালোচনা ও তদন্ত করে বিভাগীয় মামলা হবে। ডিসির কার্যকলাপে সরকারে ভাবমূর্তি নষ্ট হওয়ায় শিগগিরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে তদন্ত কমিটির লিখিত রিপোর্ট ও সুপারিশ পেলে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা দিয়েছে তাকেও জবাব দিহিতার আওতায় আনা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here