biman bangladesh airlines

করোনা কান্ডে ব্রিটেন ছাড়া ইউরোপের বাকি সব দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ হচ্ছে আজ সোমবার দুপুরে। দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপের দেশ থেকে যাত্রী আনতে পারবে না কোন এয়ারলাইন্স। যদি কোন এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই সেই যাত্রীকে ফেরত পাঠাতে হবে।

রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান। এদিকে করোনার প্রভাবে ফ্লাইট কমে গেছে বলেও জানান মফিদুর রহমান। তিনি বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক ফ্লাইট কমে গেছে। এ কারণে দিনে প্রায় ৩৫ লাখ টাকা কম রাজস্ব আয় হচ্ছে।

বিশ্বে কভিড-১৯ রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে যাওয়া এবং মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাওয়ার পর বিভিন্ন দেশ বিমান চলাচল বন্ধ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রও ইউরোপের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।

বাংলাদেশ আগামী দুই সপ্তাহ সব দেশের নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়াও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here