Bangladesh Bank

সাধারণ ছুটির মধ্যেই আগামী রোববার থেকে রাহকদের সুবিধার জন্য ব্যাংকগুলোতে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে।

ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে; ব্যাংক খোলা রাখা হয়েছে বেলা দেড়টা পর্যন্ত।

শুরুতে সরকার ৪ এপ্রিল পর্যন্ত এই ছুটি ঘোষণা করলেও পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ৯ এপ্রিল পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here