আজ খ্রিষ্টীয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। অর্থাৎ ২ ফেব্রুয়ারি, রোববার। ২০২০ সালের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনটি স্বাভাবিক হলেও অন্য একটি কারণে তারিখটি অনেকের কাছে বিশেষ হয়ে উঠেছে।

কারণ বাংলায় লিখলে তারিখটি হয় ০২/০২/২০২০। একইভাবে ইংরেজিতে লিখলে দাড়ায় 02.02.2020। সবগুলো সংখ্যা দুই এবং শূন্য। যে কারণে এটি নিয়ে অনেকে নানা ধরণের অনুভূতি প্রকাশ করছেন।

গতরাত ১২টা ১ মিনিট থেকেই অনেকে বিশেষ এই তারিখটি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নানা ধরণের স্ট্যাটাস দিচ্ছেন। মোতাহার হোসেন প্রিন্স লিখেছেন, ‘02,02,2020 সবার জীবনে স্মরণীয় হয়ে থাকুক।’

উম্মে কুলসুম নামে একজন লিখেছেন, ‘02.02.2020 দারুণ না! তবে যখন দুপুর ০২:০২/ ০২:২০ বাজবে তখন আরো ভাল লাগবে দেখতে।’

এ ধরণের তারিখকে প্যা‌লিনড্রোন বলে জানিয়ে শেখ মোহাম্মদ রিয়াদ লিখেছেন, ‘02 – 02 – 2020 আজকের তা‌রিখ‌টি এক‌টি প্যা‌লিনড্রোম সংখ্যা। প্যা‌লিনড্রোম সংখ্যা হ‌লো এমন একটি সংখ্যা, যা বাম বা ডান যেদিক থেকেই পড়া হোক না কেন, তা একই রকম হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here