দলীয় রানের রেকর্ড স্কোর গড়ে শুরু হলো ২০১৯ সালের বিশ্বকাপে লাল সবুজের পথচলা। ইংল্যান্ডের কেনিংটন ওভালে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে নতুন রেকর্ড করে টাইগাররা।
3️⃣3️⃣0️⃣ – 6️⃣
First game of #CWC19 – what a time for Bangladesh to hit their highest-ever ODI total!
WATCH ⬇️ https://t.co/oJHzBZKxLA
— Cricket World Cup (@cricketworldcup) June 2, 2019
ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৬ উইকেটে ৩২৯ রান। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ওপেনার তামিম ইকবালের ১৩২ ও মুশফিকুর রহিমের ৭৭ বলে ১০৬ রানের সুবাদে ঐ ৩২৯ করেছিলো বাংলাদেশ। ম্যাচে ৭৯ রানে জয় পেয়েছিলো টাইগাররা।
সাকিব ও মুশফিকের হাফ-সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ এই নতুন রেকর্ড করেন। এই দুই ব্যাটসম্যান মিলে গড়েছেন তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৪ বলে ৭৫ রান করেন সাকিব। ৮টি চারে ৮০ বলে ৭৮ রান করেন মুশি। এছাড়া বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ৩৩ বলে অপরাজিত ৪৬ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।