Photo Credit: Ammar Alzeer/ twitter

সিরিয়ায় যুদ্ধ চলছে প্রায় ৯ বছর হতে চলল। বোমার আওয়াজ সেখানে হরহামেশাই হয়। কিন্তু সেই শব্দে ভয় পেত না ছোট্ট মেয়ে সালওয়া। হাসত খিলখিল করে। কারণ, মাত্র তিন বছর বয়সী এই মেয়েকে বোমার শব্দে এমন করেই হাসতে শিখিয়েছেন তার বাবা আবদুল্লাহ মোহাম্মদ।

গতকাল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনসহ (বিবিসি) বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সালওয়া অবশেষে সিরিয়া থেকে পালাতে পেরেছে। পৌঁছেছে তুরস্কে। গত ২৫ ফেব্রুয়ারি সালওয়া ও তার পরিবার সীমান্ত পাড়ি দিয়ে তুরস্ক পৌঁছায়। দেশটির দক্ষিণাঞ্চলীয় রেয়হালনি শরণার্থী শিবিরে নেয়া হয়েছে তাদের।

বোমার শব্দে তার হাসার শব্দ গত মাসে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও তা শিরোনাম হয়। অবশেষে তুরস্ক সরকার তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

অভিভাবকসহ সীমান্ত পাড়ি দিয়ে তুরস্ক পৌঁছাল সালওয়া। তার বাবা আবদুল্লাহ বলেন, ভয়াবহ যুদ্ধের মাঝেও তার মেয়েকে শান্ত, চনমনে ও খুশি রাখতে সাহায্য করেছে এই হাসি। যে কারণে তুরস্ক সরকারও তার প্রতি সহানুভূতিশীল হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here