কাগজ আমরা দেখাবো না। এ ভাষাতেই ভারতের একঝাঁক নবীন ও প্রবীণ তারকা সিএএ-এনআরসির বিরোধিতা করে একটা ভিডিও পোস্ট করলেন। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে টলিউডের সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, চিত্রাঙ্গদা চক্রবর্তী-সহ গায়ক-সুরকার রূপম ইসলামকে দেখা গিয়েছে। বলিউড থেকে আছেন কঙ্কনা সেন শর্মা, তিলোত্তমা সোম, নন্দনা দেব সেন। ১২ জন তারকার ‘কাগজ আমরা দেখাব না’ প্যারোডি মিশ্রিত এই ভিডিও ইতিমধ্যে সোশাল সাইটে সাড়া ফেলেছে।
কাগজ আমরা দেখবো না।
কাগজ মোটেই দেখাবো না।#NoCAANoNRCNoNPR@SwarajIndiaWb pic.twitter.com/GYnfO9TcXK— Avik Saha (@aviksahaindia) January 13, 2020
দেখা গিয়েছে পোস্টের কয়েকঘন্টার মধ্যেই লাইক ও শেয়ারের বন্যায় ভেসেছে এই ভিডিও। এ বিষয়ে অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় বলেছেন, “চারদিকে যা ঘটছে, তাতে আমরা উদ্বিগ্ন। তাই আমাদের মনে হয়েছে প্রতিবাদ জোরালো করতে সোশাল মিডিয়ার সাহায্য নেওয়া উচিত। এখন এই মাধ্যম যোগাযোগের অন্যতম অস্ত্র”।
দিলীপ ঘোষের ‘কুকুরের মতো গুলি করে মারা হোক’ মন্তব্যকে লজ্জা বললেন মুখ্যমন্ত্রী
জানা গেছে চিত্রনাট্যকার বরুণ গ্রোভারের ‘কাগজ হাম নেহি দিখায়েঙ্গের’ অনুকরণে এই ভিডিও।