মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিয়েক ওয়ালমার্ট সুপার মার্কেটে একজন বন্দুকধারী ১০ জনকে হত্যা করেছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি এই সংবাদ প্রকাশ করেছে।
Chesapeake Police confirm an active shooter incident with fatalities at the Walmart on Sam’s Circle. The shooter is deceased. Follow us here for the only official updates. Our first responders are well-trained and prepared to respond; please give them space to do so.
— City of Chesapeake (@AboutChesapeake) November 23, 2022
স্থানীয় সময় ২২:১২মিনিটে এই হামলা চালানো হয়। এখনো বন্দুকধারীর পরিচয় স্পষ্ট করা যায়নি। তিনি নিজেও গুলিতে আহত হয়ে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
চেসাপিয়েক সিটি টুইট করেছে “পুলিশ ওয়ালমার্টে নিহতের সাথে একটি সক্রিয় বন্দুকধারীর ঘটনা নিশ্চিত করেছে”।