Pakistan-ex-President-Pervez-Musharraf
Photo Credit: Twitter

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ (Pakistan ex-President Pervez Musharraf) রোববার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মোশাররফ দীর্ঘদিন ধরে অ্যামাইলয়েডোসিস রোগে ভুগছিলেন। তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২০১৬ সালের মে মাসে, রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি পারভেজ মোশাররফকে পাকিস্তানের একটি আদালত পলাতক ঘোষণা করেছিল। এরপর তিনি দুবাই চলে যান।

২০২২ সালের জুনে, তার পরিবার টুইটারে জানিয়েছিল যে তিনি অ্যামাইলয়েডোসিস নামক রোগে ভুগছিলেন, যার কারণে তার সমস্ত অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা আর নেই।

১৯৪৩ সালের ১১ আগস্ট ভারতের দিল্লিতে জন্ম নেন পারভেজ মোশাররফ। ১৯৬১ সালের ১৯ এপ্রিল পাকিস্তানের সামরিক অ্যাকাডেমি কাকুল থেকে কমিশন পান তিনি ।

পারভেজ মোশাররফ ২০ জুন ২০০১ থেকে ১৮ আগস্ট ২০০৮ পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন।

মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানে শাসন করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার মামলা, বেআইনি ভাবে বিচারপতি বরখাস্তএবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে ।

২০১৬ সালের মার্চ মাসে তিনি দুবাই চলে যান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here