আগামীকাল শুক্রবার থেকে দেশের তিনটি রুটে বাংলাদেশ রেলওয়ের লাগেজভ্যান ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই তিনটি রুট হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা ও য‌শোর-ঢাকা-য‌শোর। এই ট্রেনগুলোতে কেবল কৃষিপণ্য ঢাকায় আনা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহামারি করোনা মোকাবিলায় সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। তাই কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১ মে) থেকে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ২৪ মার্চ দেশব্যাপী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here