dr. Dipu Moni

৩০ মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আজ শনিবার রাতে সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে। আশা করছি, আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭ মের আগেই ভ্যাকসিন পাবে।

এর আগে সোমবার শিক্ষামন্ত্রী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১৭ মে পুনরায় সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া এবং ২৪ মে থেকে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেই ছুটি পরবর্তীতে কয়েক ধাপে বাড়ানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here