ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদ (ক ইউনিট), ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট) এবং চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট সাধারণ) ৯ অক্টোবর হবে।

সবশেষে ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ ভর্তি পরীক্ষার সময় সকাল ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত । এছাড়া এবারই প্রথম ঢাকার বাইরে ৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে কেন্দ্র।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭ হাজার ১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৩২ হাজার ৪৩৪০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here