তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই হারের ফলে আফগানিস্তান ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় আফগানিস্তান ক্রিকেট দল। এই প্রথম আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে গেল বাংলাদেশ।
Walton ODI Series: Bangladesh vs Afghanistan | 3rd ODI
Bangladesh Won by 7 Wickets
Full Match Details: https://t.co/LA3d6S20Gj
Watch the Match Live on Gazi TV, T-Sports, Rabbithole and Toffee
#BCB | #Cricket | #BANvAFG pic.twitter.com/dTOliq78li
— Bangladesh Cricket (@BCBtigers) July 11, 2023
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১২৬ রান করে অলআউট হয়ে যায় সফরকারিদল। ৫৩ রান তুলতে ৬ উকেট হারায় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওমারজাইক। তিনি ১টি চার ও ৩টি ছক্কায় ৭১ বলে ৫৬ রান করে তাসকিনের বলে আউট হন।
বলে হাতে বাংলাদেশের পেসার শরিফুল ৯ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন । এছাড়া ২টি করে উইকেট পান তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একই সঙ্গে মেহেদি হাসান ও শাকিব পেয়েছেন ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেই বাংলাদেশ দল। লিটন ৫৩ রানে ও তৌহিদ হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন। এভাবে ৩ উইকেট হারিয়ে ১২৯ রান করে তৃতীয় ওয়ানডে জয় পেল টাইগার বাহিনী।
এছাড়া বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিকে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪০০০ হাজার রান ও ৬০০ উইকেট শিকার করে ‘ডাবল ক্লাবের’ প্রথম ক্রিকেটার হলেন। এর আগে বিশ্বের আর কোনো ক্রিকেটারের এমন রেকর্ড নেই।
Congratulations Shakib Al Hasan
14,000 international runs ✨ pic.twitter.com/94rEgOKEJq— Bangladesh Cricket (@BCBtigers) July 11, 2023
তবে, রানের দিক দিয়ে তামিম ইকবাল ১৫ হাজার রানের ক্লাব স্পর্শ করা প্রথম ক্রিকেটার। এরপর মুশফিকুর রহিম ১৪ হাজার ৩১০ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন ।
বোলিংয়ে আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ২টি ও মোহাম্মদ নবী ১টি উইকেট পান।
আগামী ১৪ জুুলাই থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানেই বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ।
[…] এর আগে এই সিরিজে একমাত্র টেস্টে ৫৪৬ রানে জিতলেও, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে প্রথম ও দ্বিতীয় ম্যাচে হেরে, শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে সাত উইকেট… […]