bd v sl 3rd day
Photo credit: Twitter/ICC

দ্বিতীয় টেস্টে শ্রীলংকার কাছে ১০ উইকেটে হেরে গেল বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি  উইকেট হারিয়ে ১৬৯ রান করে লংকানদের জয়ের জন্য ২৯ রানের টার্গেট দেয় টাইগাররা।

সফরকারি দল জয়ের জন্য মাত্র তিন ওভার খেলেছেন। ওশাদা ফার্নান্দো ১ ছক্কা ও ৩ চারে ৮ বলে ২১ রানে অপরাজিত ছিলেন লঙ্কান ওপেনার। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক দিমুথ করুণারত্নে।

এ জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ জয় পেয়ে সিরিজ জিতে গেল শ্রীলংকা।

চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মুশফিক ও লিটনের সেঞ্চুরির সুবাদে ৩৬৫ রান করে। জবাবে শ্রীলঙ্কা ম্যাথিউস-চান্ডিমালের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে প্রথম ইনিংসে ৫০৬ রান সংগ্রহ করে।

অন্যদিকে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ১৬৯ রানে শেষ করে। সাকিব ও লিটন কিছুটা আশা জাগালেও লিড বেশি হয়নি। তবে দুই জন্যেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। সাকিব ৭২ বলে ৫৮ রান করে টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নেন। অন্যদিকে লিটনও ১৩৫ বলে খেলে ৫২ রান করে টেস্ট ক্যারিয়ারে ১৩তম ফিফটি করেন।

কিন্তু লাঞ্চের পর দলীয় ১৫৬ রানের মাথায় এই দু’জনের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৬৯ রানে শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান ১৯তম ৫ উইকেট শিকার করেন।

বাংলাদেশ – শ্রীলংকা দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৬

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৩৪/৪) ৫৩.৩ ওভারে ১৬৯ (মুশফিক ২৩, লিটন ৫২, সাকিব ৫৮; রাজিথা ১২-৫-৪০-২, আসিথা ১৭.৩-৫-৫১-৬)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৯) ৩ ওভারে ২৯/০ (ওশাদা ২১*, করুনারত্নে ৭*;)

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অ্যাঞ্জেলো ম্যাথুস | Angelo Mathews

ম্যাচ সেরা খেলোয়াড়: আসিথা ফার্নান্দো – Asitha Fernando – ৪/৯৩ ও ২, ৬(৫১)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here