bangladesh-beat-india-2-1
Photo Credit: Twitter

ইশান কিষান ও বিরাট কোহলির বিশাল রানের জুটির সুবাদে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২২৭ রানে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে হোয়াইটওয়াশের হাতে থেকে রেহাই পেল ভারত। প্রথম ২টি ওয়ানডে জিতে নেওয়ার ফলে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইশান কিশান ১৩১ বলে ২১০ রান এবং বিরাট কোহলির ৯১ বলে ১১৩ রানের সাহায্যে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ সংগ্রহ রান। এটি কিষানের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ভারতের দলীয় ৩০৫ রানের মাথায় তাসকিন আহমেদের বলে মেহেদী হাসানের হাতে তালু বন্দি হয় আউট হন কিষান।

shan Kishan
India batter Ishan Kishan made his fastest double century, 210 runs in one-day international history, by beating Bangladesh. Photo Credit: Twitter

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ঈশান কিষান। মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। এর আগে ২০১৫ সালে ক্রিস গেইল জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ২১৫ রান করেন।

জবাবে বাংলাদেশ দল ৩৪ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে শাকিব আল হাসান সর্বোচ্চ ৪৩ রান করেন । এছাড়া অধিনায়ক লিটন দাস ২৯, ইয়াসির আলি ২৫ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২০ রান করেন।

বল হাতে ভারতের শার্দুল ঠাকুর তিনটি এবং অক্ষর প্যাটেল,উমরান মালিক দুটি করে উইকেট নেন।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, ইয়াসির আলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here