অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ
Photo Credit: BCB/Twitter

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয় করে বাংলাদেশ যুব ক্রিকেট দল। এটাই প্রথম বাংলাদেশ ক্রিকেটের এশিয়া কাপ শিরোপা। এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কায় এই আসরের ফাইনাল ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে শিবলি-রিজওয়ানের ও আরিফের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করে বাংলাদেশের যুবারা।

এর মধ্যে ওপেনার আশিকুর রহমান শিবলি ১২টি চার ও ১টি ছয়ের মাধ্যমে ১২৯ রান করেন। এছাড়া রিজওয়ান ৬০ এবং আরিফ ৪০ বলে ৫০ রান করে দলের জন্য ২৮২ রান সংগ্রহ করেন।

বল হাতে আমিরাতের হয়ে আয়মান আহমেদ ৫২ রানে ৪ উইকেট নেন। এছাড়া ওমিদ রেহমান ৪১ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের তিন পেসার মারুফ, বর্ষন, জীবন ও ইকবাল হোসেন ইমনের বোলিংয়ের তোপে ১৪.৪ ওভারের মধ্যেই ৬১ রানে ৭ উইকেট হারিয়ে জয়ের লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত।

এরপর মাত্র ২৬ রান যোগ করেই ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেন ধ্রুব পারাশার।

বল হাতে বাংলাদেশের মারুফ ২৯ রানে ও বর্ষন ২৬ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া ইমন ও জীবন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

দল ওভার রান উইকেট সেরা রানকারী বোলিং ফিগার
বাংলাদেশ ৫০ ২৮২ শিবলি (১২৯), রিজওয়ান (৬০), আরিফুল (৫০) আইমান (৪-৫২), ওমিদ (২-৪১), পরাশর (১-৩০)
ইউএই ২৪.৫ ৮৭ ১০ পরাশার (২৫*), অক্ষত (১১), আরিয়ান শর্মা (৯) রোহানাত(৩-২৬), মারুফ (৩-২৯), পারভেজ (২-৭)

 

ফল: বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ১৯৫ রানে জয়ী।

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টঃ আশিকুর রহমান শিবলী – (বাংলাদেশ)

প্লেয়ার অফ দ্য ম্যাচঃ আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ) – ১২৯ (১৪৯) 

বাংলাদেশ একাদশ দল:

মাহফুজুর রহমান (অধিনায়ক), আশিকুর রহমান, জিশান আলম, ইকবাল হোসেন ইমন, চৌধুরী রিজওয়ান, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা, আরিফুল ইসলাম, মারুফ মৃধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here