Photo Credit: Twitter/ICC

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর। প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে। ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর ।

আরও পড়ুন:

টি-২০ বিশ্বকাপ ২০২১ ফিক্সচার:

সুপার ১২: গ্রুপ পর্যায়ের প্রথম রাউন্ড – আবুধাবিতে ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গ্রুপ ১ প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে। এরপর সন্ধ্যায় দুবাইয়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

তারিখ বাংলাদেশ সময় ম্যাচ ভেন্যু ফলাফল
২৩ অক্টোবর বিকেল ৪টা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা আবুধাবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫ উইকেটে জয়
২৩ অক্টোবর রাত ৮টা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দুবাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৬ উইকেটে জয়
২৪ অক্টোবর বিকেল ৪টা শ্রীলংকা – বাংলাদেশ শারজাহ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ৫ উইকেটে জয়
২৪ অক্টোবর রাত ৮টা ভারত -পাকিস্তান দুবাই ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয়
২৫ অক্টোবর রাত ৮টা আফগানিস্তান – স্কটল্যান্ড শারজাহ স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ১৩০ রানে জয়
২৬ অক্টোবর বিকেল ৪টা দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুবাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়
২৬ অক্টোবর রাত ৮টা পাকিস্তান-নিউজিল্যান্ড শারজাহ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৫ উইকেটে জয়
২৭ অক্টোবর বিকেল ৪টা ইংল্যান্ড- বাংলাদেশ আবুধাবি বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটে জয়
২৭ অক্টোবর রাত ৮টা স্কটল্যান্ড – নামিবিয়া আবুধাবি নামিবিয়ার ৪ উইকেটে জয়
২৮ অক্টোবর বিকেল ৪টা অস্ট্রেলিয়া – শ্রীলংকা দুবাই অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়
২৯ অক্টোবর বিকেল ৪টা ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ শারজাহ ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে জয়
২৯ অক্টোবর রাত ৮টা পাকিস্তান-আফগানিস্তান দুবাই পাকিস্তান ৫ উইকেটে জয়
৩০ অক্টোবর বিকেল ৪টা দক্ষিণ আফ্রিকা- শ্রীলংকা শারজাহ দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়
৩০ অক্টোবর রাত ৮টা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুবাই ইংল্যান্ড ৮ উইকেটে জয়
৩১ অক্টোবর বিকেল ৪টা আফগানিস্তান – নামিবিয়া আবুধাবি আফগানিস্তান ৬২ রানে জয়
৩১ অক্টোবর রাত ৮টা ভারত-নিউজিল্যান্ড দুবাই নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়
১ নভেম্বর রাত ৮টা ইংল্যান্ড – শ্রীলংকা শারজাহ ইংল্যান্ড ২৬ রানে জয়
২ নভেম্বর বিকেল ৪টা দক্ষিণ আফ্রিকা – বাংলাদেশ আবুধাবি দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে জয়
২ নভেম্বর রাত ৮টা পাকিস্তান – নামিবিয়া আবুধাবি ৪৫ রানে জয় পেল পাকিস্তান
৩ নভেম্বর বিকেল ৪টা নিউজিল্যান্ড – স্কটল্যান্ড দুবাই নিউজিল্যান্ডের ১৬ রানে জয়
৩ নভেম্বর রাত ৮টা ভারত-আফগানিস্তান আবুধাবি ভারতের ৬৬ রানে জয়
৪ নভেম্বর বিকেল ৪টা অস্ট্রেলিয়া – বাংলাদেশ দুবাই অস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়
৪ নভেম্বর রাত ৮টা ওয়েস্ট ইন্ডিজ – শ্রীলংকা আবুধাবি শ্রীলংকার ২০ রানে জয়
৫ নভেম্বর বিকেল ৪টা নিউজিল্যান্ড – নামিবিয়া শারজাহ নিউজিল্যান্ডের ৫২ রানে জয়
৫ নভেম্বর রাত ৮টা ভারত – স্কটল্যান্ড দুবাই ভারতের ৮ উইকেটে জয়
৬ নভেম্বর বিকেল ৪টা অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ আবুধাবি অস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়
৬ নভেম্বর রাত ৮টা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা শারজাহ দক্ষিণ আফ্রিকার ১০ রানে জয়
৭ নভেম্বর বিকেল ৪টা নিউজিল্যান্ড-আফগানিস্তান আবুধাবি নিউজিল্যান্ডের ৮ উইকেটে জয়
৭ নভেম্বর বিকেল ৪টা পাকিস্তান – স্কটল্যান্ড শারজাহ পাকিস্তানের ৭২ রানে জয়
৮ নভেম্বর রাত ৮টা ভারত – নামিবিয়া দুবাই ভারতের ৯ উইকেটে জয়
১০ নভেম্বর রাত ৮টা ইংল্যান্ড -নিউজিল্যান্ড
টি ২০ ১ম সেমিফাইনাল
আবুধাবি নিউজিল্যান্ডের ৫ উইকেটে জয়
১১ নভেম্বর রাত ৮টা পাকিস্তান – অস্ট্রেলিয়া
টি-২০ ২য় সেমিফাইনাল
দুবাই অস্ট্রেলিয়ার ৫ উইকেটে জয়
১৪ নভেম্বর রাত ৮টা ফাইনাল
অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড
দুবাই অস্ট্রেলিয়ার ৮ উইকেটে জয়

 

আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমান মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেখান থেকে সুপার দল হিসেবে চারটি দল মূল পর্বে উঠবে।

তারিখ বাংলাদেশ সময় ম্যাচ – ফলাফল ভেন্যু
১৭ অক্টোবর বিকেল ৪টা ওমান – পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমানের ১০ উইকেটে জয়
মুসকাট, ওমান
১৭ অক্টোবর রাত ৮টা বাংলাদেশ- স্কটল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের ৬ রানে জয়
মুসকাট, ওমান
১৮ অক্টোবর বিকেল ৪টা আয়ারল্যান্ড- নেদারল্যান্ড
নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের ৭ উইকেটে জয়
আবু ধাবি
১৮ অক্টোবর রাত ৮টা শ্রীলঙ্কা-নামিবিয়া
নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ৭ উইকেটে জয়
আবু ধাবি
১৯ অক্টোবর বিকেল ৪টা স্কটল্যান্ড- পাপুয়া নিউগিনি মুসকাট, ওমান
১৯ অক্টোবর রাত ৮টা ওমান-বাংলাদেশ
ওমানের বিপক্ষে বাংলাদেশের ২৬ রানে জয়
মুসকাট, ওমান
২০ অক্টোবর বিকেল ৪টা নামিবিয়া-নেদারল্যান্ড
নেদারল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ৬ উইকেটে জয়
আবু ধাবি
২০ অক্টোবর রাত ৮টা শ্রীলঙ্কা- আয়ারল্যান্ড আবু ধাবি
২১ অক্টোবর বিকেল ৪টা বাংলাদেশ- পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের ৮৪ রানে জয়
মুসকাট, ওমান
২১ অক্টোবর রাত ৮টা ওমান-স্কটল্যান্ড
ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের ৮ উইকেটে জয়
মুসকাট, ওমান
২২ অক্টোবর বিকেল ৪টা নামিবিয়া – আয়ারল্যান্ড
নামিবিয়া ৮ উইকেটে জয়
শারজাহ
২২ অক্টোবর রাত ৮টা শ্রীলঙ্কা- নেদারল্যান্ড
শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়
শারজাহ

 

সেমিফাইনালের সূচি:

প্রথম সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১০ নভেম্বর, বুধবার, আবুধাবি, রাত ৮টা)।

দ্বিতীয় সেমিফাইনাল: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১১ নভেম্বর, বৃহস্পতিবার, দুবাই, রাত ৮টা)।

প্রথম সেমিফাইনাল আবুধাবিতে ১০ নভেম্বর রাত ৮ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালেরই রিজার্ভ ডে আছে ।

  • টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

১৪ নভেম্বর, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

মূলত এই প্রতিযোগিতাটি ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু ভারতেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করে ২০২১সালে আসরটি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

  • টি-২০ বিশ্বকাপের দল কয়টি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। ৮টি দল অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওমানের মধ্যে থেকে ৪টি দল সুপার দল হিসেবে মূল পর্বে উঠবে।
    এই চারটি দল অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের সাথে সুপার ১২ পর্বে যোগ দেবে।
  • ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-২০ বিশ্বকাপ
  • টি-২০ বিশ্বকাপের ভেন্যু: ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি, শারজাহ ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠ
  • টি ২০ বিশ্বকাপ ফাইনাল ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
  • ২০২১ সালে টি ২০ বিশ্বকাপ ফাইনাল কবে: ১৪ নভেম্বর: ফাইনাল (রাত ৮টা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here