বিয়ের আড়াই মাসের মাথাতেই মা হতে চলেছেন বলিউড সুন্দরী অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ত্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়া হাসপাতালের ছবি শেয়ার করে লিখেছেন, ‘Our baby ….. coming soon ♾❤️✨
View this post on InstagramA post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)ছবিতে, তিনি আল্ট্রাসাউন্ড করাচ্ছেন, যেখানে স্বামী রণবীরকেও তার সাথে দেখা যাচ্ছে। বর্তমানে লন্ডনে রয়েছেন আলিয়া-রণবীর।
ছবিতে, তিনি আল্ট্রাসাউন্ড করাচ্ছেন, যেখানে স্বামী রণবীরকেও তার সাথে দেখা যাচ্ছে। বর্তমানে লন্ডনে রয়েছেন আলিয়া-রণবীর।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর রণবীর এবং আলিয়ার নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে। ২০১৭ সালে ব্রহ্মাস্ত্র ছবির সেটে দেখা হওয়ার পর দুজনেই একে অপরকে ভালবাসতে শুরু করেন। ৫ বছর পর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউডের অন্যতম এই জনপ্রিয় জুটি।