ছবি সংগৃহীত

লোকগানের শিল্পী ও মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীকে গত ৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । এর সাথে উচ্চ রক্তচাপে ভুগছিলেন শিল্পী।

ইন্দ্রমোহন রাজবংশীর জন্ম ঢাকায়। ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি গানগুলো তুলে ধরেছিলেন। এছাড়া ১৯৬৭ সালে ‘চেনা অচেনা’ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে প্লেব্যাক শুরু করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here