মহামারি করোনাভাইরাস ব্রাজিলে আরও সংক্রামক রূপ ধারণ করেছে।

দেশটিতে প্রথমবারের মতো করোনায় এক দিনে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খবর বিবিসির

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার জন। করোনায় মৃত্যুর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় ব্রাজিল।

করোনায় রেকর্ডসংখ্যক মানুষ মারা গেলেও দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এখনো লকডাউন ব্যবস্থার বিরোধিতা করে যাচ্ছেন।

ব্রাজিলের হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের উপচেপড়া ভিড় দেখা গেছে। চিকিৎসার জন্য অপেক্ষা করতে করতে অনেকে মারা যাচ্ছেন।

করোনার ভয়াল থাবায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশ রোগীর আইসিইউ সাপোর্ট লাগছে। কিছু শহরে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here