প্রথমবারের মত ফিফা ৩২ টি দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা এই ঘোষনা দিয়েছে।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে। তার আগের বছর হবে ক্লাব বিশ্বকাপ।

কনমেবলের সাম্প্রতিক ঘোষণা অনুসারে ২০২৪ কোপা আমেরিকা টুর্নামেন্টের তারিখ ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।

২০২১-২০২৪ সালের কনফেডারেশন চ্যাম্পিয়নরা নতুন ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এর ফলে চেলসি, রিয়াল মাদ্রিদ এবং গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ম্যানচেস্টার সিটি ইউরোপ থেকে যোগ্যতা অর্জন করেছে।

এর বাইরে ব্রাজিলের পালমেইরা ও ফ্লামেঙ্গো, মেক্সিকোর মন্টেরেরি, লিওন, মিশরের আল আহলি, মরক্কোর ওয়েদাদ কাসাব্লাঙ্কা জাপানের উরাওয়া রেড ডাইমন্ড ও সৌদি আরবের আর হিলাল ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

ফিফা নতুন ফরম্যাটে এই টুর্ণামেন্ট আয়োজন করা ঘোষনা দিয়েছে। সেখানে বলা হয় ইউরোপের ১২টি দল, দক্ষিণ আমেরিকার ছয়টি দল এবং এশিয়া, আফ্রিকা ও কনকাকাফ অঞ্চল থেকে চারটি করে দল অংশ নিবে।

এছাড়া ওশেনিয়ান অঞ্চল থেকে একটি দল ও স্বাগতিক দেশ সরাসরি এই টুর্ণামেন্টে খেলার সুযোগ পাবে।

নতুন টুর্নামেন্টটি বিশ্বকাপের মতই প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here