how to prevent the spread of coronavirus, with five key
Photo Credit: Twitter

চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৪৯ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে । প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছে । Google ও WHO পাঁচটি উপায় বের করেছেন, যা মেনে চলে আমরা নিজেদেরকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে পারি। এই তিন লক্ষণে বুঝা যাবে করোনা আক্রান্ত কিনা

এখনও এই ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি । তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েটল শহরে পরীক্ষামূলক প্রথম করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয় । সম্প্রতি জাপানের তৈরি করা একটি ইনফ্লুয়েঞ্জা ওষুধ চিনে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছে ।

এছাড়াও করোনার ওষুধ পেল জর্ডান, ভারত এবং বাংলাদেশকে করোনার ওষুধ (CoronaVirus Medicine) প্রদান করেছে ডেল্টা ফার্মা। ভারত ও জর্ডান করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে অ্যান্টিভাইরালের পাশাপাশি, ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোক্সি-ক্লোরোকুইন (Hydroxychloroquine)’ ব্যবহারের অনুমতি পেয়েছে।

জেনে নিন বাংলাদেশে কোন হাসপাতালে পাবেন করোনাভাইরাসের চিকিৎসা। এছাড়া করোনা প্রতিরোধে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) হটলাইন নম্বর, ফেসবুক পেজ, ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here