শীতে ত্বকের পাশাপাশি চুলও রুক্ষ হয়ে ওঠে। এসময় চুল ঠিক রাখতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সেক্ষত্রে সহজ সমাধান হতে পারে ক্যাস্টর অয়েল।
এটি চুলের অনেক ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। সঠিক পদ্ধতিতে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে চুলের উজ্জ্বলতাও বজায় থাকেন।
চুলের যেসব সমস্যা সমাধানে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যায়-
১. ঠিক মতো যত্ন না করলে ডগা ফাটা, চুল উঠে যাওয়ার মতো সমস্যা হয়। তাই চুলের উজ্জ্বলতা বজায় রাখতে শ্যাম্পু করার আগে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন।
২. ক্যাস্টর অয়েলে ওমেগা ছিক্স ও ফ্যাটি এসিড থাকে। এতে চুলের বৃদ্ধি হয়। এছাড়া চুলের ফলিকল নষ্ট হলে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।
৩. পাকা চুল থাকলে নিয়ম করে ক্যাস্টর অয়েল লাগান। এটি চুলের রঙ ধরে রাখে। ক্যাস্টর অয়েল রাতে মেখে পরের দিন শ্যাম্পু করে নিন। এতে চুলের উজ্জ্বলতা বাড়বে।
৪. অনেক সময়ে চুল এত শুষ্ক হয়ে যায় যে তা উড়তে থাকে। এক্ষেত্রে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল, নারকেল তেল, জোজোবা মিশিয়ে নিন। এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে রাখুন। প্রয়োজন অনুযায়ী এটি স্প্রে করলে চুল উজ্জ্বল দেখাবে।