Health Ministry

আগামী ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহ হতে মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত/ অনিয়মিত ব্যাচের প্রফেশনাল পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গাইড লাইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়, সেশন জট থেকে মুক্ত রাখতে পরীক্ষা নেয়া ছাড়া কোন বিকল্প পথ নেই। চিকিৎসা শিক্ষা ব্যবস্থা ভিন্নধর্মী হওয়ায় বিদ্যমান বিধিতে পরীক্ষা ব্যতিত অন্য কোনভাবে একজন শিক্ষার্থীকে পরবর্তী ধাপে উত্তীর্ণও হওয়ার সুযোগ নেই। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে কোন প্রকারের আন্দোলনে অংশ না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here