শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।

এর আগে বুধবার সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মোড় সংলগ্ন রাস্তাগুলোতে তীব্র যানজট দেখা দেয়। পরে রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করে বুধবার সকাল নয়টায় আবারও নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।

অবরোধ কর্মসূচিতে আন্দোলনকারীরা ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘চলমান পরীক্ষা নিতে হবে নিতে হবে, ‘সাত কলেজের পরীক্ষা নিতে হবে নিয়ে নাও,’ ‘ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতে হবে নিতে,’ ‘দাবি মোদের একটাই-মার্চে হল-ক্যাম্পাস খোলা চাই,’ ইত্যাদি স্লোগান দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here