করোনাভাইরাস মহামারীর মারাত্মক পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ।

এই পাসধারী ব্যক্তিরা বাধাহীনভাবে সড়কে চলাচল করতে পারবেন বলে সোমবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য ‘মুভমেন্ট পাস’ নামে একটি অ্যাপ তৈরি করছে পুলিশ যেটা মঙ্গলবার উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

জরুরি পণ্য পরিবহন, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

ঢাকার ভেতরে ও বাইরে- উভয় ক্ষেত্রেই পাসটি ব্যবহার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here