২০২৩ সালে পুরুষদের আন্তর্জাতিক ফিল্ড হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ১৯৭১ সালে শুরু হয়েছিল। প্রতি চার বছর পর ওয়ার্ল্ড কাপের এই আসর বসে। বিশ্বের সেরা দলগুলো একত্রিত হয়ে চ্যাম্পিয়নশিপের মুকুট পাওয়ার জন্য মাঠে লড়াই করতে নামেন।
কোথায় হবে হকি বিশ্বকাপ ২০২৩
২০২৩ সালে চতুর্থবারের মতো ভারতে আয়োজিত হতে চলেছে হকি বিশ্বকাপ। ভারত এর আগে ১৯৮২, ২০১০ এবং ২০১৮ সালে এই ইভেন্টের আয়োজন করে। ২০২৩ সালের ১৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম ছাড়াও রৌরকেল্লার বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম বিশ্বকাপের ৪৪টি ম্যাচের মধ্যে ২০টি অনুষ্ঠিত হবে। ২০ হাজার আসনের এটি দেশের বৃহত্তম হকি স্টেডিয়াম।
এটি পুরুষদের FIH হকি বিশ্বকাপের ১৫তম আসর। International Hockey Federation দ্বারা এই টুর্নামেন্ট আয়োজিত হয়।
The schedule for the much-awaited FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar-Rourkela is out!
The ticket sales will begin shortly. You can pre-register your interest here: https://t.co/7zNZUcB28o
Check the full schedule in the story below 👇@TheHockeyIndia#HWC2023
— International Hockey Federation (@FIH_Hockey) September 27, 2022
হকি বিশ্বকাপ গ্রুপঃ
১৬টি দেশ নিয়ে চারটি গ্রুপে এবারের বিশ্বকাপ শুর হবে ।
গ্রুপ ‘এ’ –অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ‘বি’-বেলজিয়াম, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং জাপান।
গ্রুপ ‘সি’-নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া এবং চিলি।
পুল ডি : ভারত, ইংল্যান্ড, স্পেন, ওয়েলস
১৩ই জানুয়ারী
আর্জেন্টিনা বনাম দক্ষিণ আফ্রিকা (ভুবনেশ্বর) দুপুর ১টা
অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স (ভুবনেশ্বর) বিকাল ৩:০০ পিএম
ইংল্যান্ড বনাম ওয়েলস (রাউরকেলা) বিকাল 5:00 পিএম
ভারত বনাম স্পেন (রৌরকেলা) সন্ধ্যা ৭টা
১৪ই জানুয়ারী
নিউজিল্যান্ড বনাম চিলি (রাউরকেলা) দুপুর ১টা
নেদারল্যান্ড বনাম মালয়েশিয়া (রাউরকেলা) বিকাল ৩:০০ পিএম
বেলজিয়াম বনাম কোরিয়া (ভুবনেশ্বর) বিকাল ৫টা
জার্মানি বনাম জাপান (ভুবনেশ্বর) সন্ধ্যা ৭টা
১৫ই জানুয়ারী
স্পেন বনাম ওয়েলস (রাউরকেলা) বিকাল ৫টা
ইংল্যান্ড বনাম ভারত (রৌরকেলা) সন্ধ্যা ৭টা
১৬ই জানুয়ারী
মালয়েশিয়া বনাম চিলি (রাউরকেলা) দুপুর ১টা
নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস (রাউরকেলা) বিকাল 3:00 পিএম
ফ্রান্স বনাম দক্ষিণ আফ্রিকা (ভুবনেশ্বর) বিকাল ৫টা
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (ভুবনেশ্বর) সন্ধ্যা ৭টা
১৭ই জানুয়ারী
কোরিয়া বনাম জাপান (ভুবনেশ্বর) বিকাল ৫টা
জার্মানি বনাম বেলজিয়াম (ভুবনেশ্বর) সন্ধ্যা ৭টা
১৯ই জানুয়ারী
মালয়েশিয়া বনাম নিউজিল্যান্ড (ভুবনেশ্বর) দুপুর ১টা
নেদারল্যান্ড বনাম চিলি (ভুবনেশ্বর) বিকাল ৩টা
স্পেন বনাম ইংল্যান্ড (ভুবনেশ্বর) বিকাল ৫টা
ভারত বনাম ওয়েলস (ভুবনেশ্বর) সন্ধ্যা ৭টা
২০শে জানুয়ারী
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাউরকেলা) দুপুর ১টা
ফ্রান্স বনাম আর্জেন্টিনা (রৌরকেলা) বিকাল ৩:০০ পিএম
বেলজিয়াম বনাম জাপান (রাউরকেলা) বিকাল ৫টা
কোরিয়া বনাম জার্মানি (রাউরকেলা) সন্ধ্যা ৭টা
২৪শে জানুয়ারী
১ম কোয়ার্টার ফাইনাল – ভুবনেশ্বর – বিকেল ৪:৩০
২য় কোয়ার্টার ফাইনাল – ভুবনেশ্বর – সন্ধ্যা ৭টা
২৫ই জানুয়ারী
তৃতীয় কোয়ার্টার ফাইনাল – ভুবনেশ্বর – বিকাল ৪:৩০ টা
চতুর্থ কোয়ার্টার ফাইনাল – ভুবনেশ্বর – সন্ধ্যা ৭টা
২৬ই জানুয়ারী
তৃতীয় এবং চতুর্থ স্থানের প্লে-অফ: ২৯শে জানুয়ারী, ২০২৩, বিকাল ৪:৩০ মিনিট ভারতীয় সময়
২৭ জানুয়ারী
১ম সেমিফাইনাল – ভুবনেশ্বর – বিকাল ৪:৩০ মিনিট
২য় সেমিফাইনাল – ভুবনেশ্বর – সন্ধ্যা ৭টা
২৯ শে জানুয়ারী
ব্রোঞ্জ-মেডেল ম্যাচ – বিকাল ৪:৩০ মিনিট ভারতীয় সময়
ফাইনাল ম্যাচ – সন্ধ্যা ৭টা ভারতীয় সময়
হকি বিশ্বকাপের কে কতবার শিরপা পেয়েছে:
পাকিস্তান সবচেয়ে বেশি চারবার টুর্নামেন্ট জিতেছে। ১৯৭১ সালে প্রথম বিশ্বকাপের শিরোপা পেল পাকিস্তান। নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া প্রত্যেকে তিনবার করে শিরোপা জিতেছে এবং জার্মানি দুটি শিরোপা জিতেছে। বেলজিয়াম ও ভারত উভয়েই একবার করে টুর্নামেন্ট জিতেছে।
[…] ১৩-১৯: হকি, ছেলেদের বিশ্বকাপ, ভারত […]