nadal
Photo Credit: Twitter

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। জার্মানির আলেকজান্ডার জেরেভ চোটের কারণে সেমিফাইনালের লড়াই থেকে অবসর নিতে বাধ্য হন। আগামী রবিবার ফাইনালে রাফায়েল নাদাল তার ১৪তম ফরাসি ওপেন ও ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য লড়বেন।

ম্যাচের শুরুতেই দুই তারকার লড়াইটা বেশ জমে উঠেছিল। প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। এরপর শেষমেশ ৭-৬ (১০-৮) গেমে প্রথম সেট যেতেন ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল। কিন্তু দ্বিতীয় সেটে ৬-৬ যখন সমতা, তখন পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে অবসর নিতে বাধ্য হন আলেক্সান্ডার জেরেভ। এর ফলে খেলা বন্ধ হয়ে যায়।

দ্বিতীয় সেটের মাঝেই ডান পায়ে চোট পেয়ে কোর্টে শুয়ে পড়লেন আলেকজান্ডার জেরেভ। চোট এতটাই ভয়ঙ্কর ছিল যে দাঁড়াতেই পারছিলেন না। হুইলচেয়ারে বসিয়ে কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাকে।

কয়েক মিনিট পরে তিনি ক্রাচ ব্যবহার করে কোর্টে ফিরে আসেন এবং চেয়ার আম্পায়ারকে বলেন ম্যাচ থেকে তাকে অবসর নিতে হবে। এরপর জারেভ নাদালকে জড়িয়ে ধরলেন। এভাবে কোর্ট থেকে বিদায় নিতে হবে কেও হয়ত ভাবতে পারেনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here